Wednesday, November 22, 2017

নামের জোরে পুলিশে চাকরি

এএফপি
চাকরি পাওয়ার প্রধান শর্ত হলো যোগ্যতা। তবে ইন্দোনেশিয়ায় ২২ বছর বয়সী এক তরুণ চাকরি পেয়েছেন কেবল নামের জোরে। তাও আবার দেশটির পুলিশ বাহিনীতে।
ইন্দোনেশিয়ার বেশির ভাগ মানুষের নামই এক শব্দের। পোলিসি নামের ওই তরুণেরও তাই। তিনি জাভা দ্বীপের পাসুরুয়ান শহরের বাসিন্দা। লাইসেন্স না থাকা সত্ত্বেও গাড়ি চালানোয় তাঁকে আটক করেছিল পুলিশ। এরপর তাঁর নাম শুনে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চক্ষু চড়কগাছ। কারণ, ইন্দোনেশিয়ার ভাষায় ‘পোলিসি’ শব্দের অর্থ ‘পুলিশ’।
আটকের পর পোলিসি কর্তৃপক্ষকে বলেন, তিনি খুবই গরিব। পেশায় নির্মাণশ্রমিক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি।
পোলিসিকে আটক এবং তাঁকে জিজ্ঞাসাবাদের সময় ধারণ করা ভিডিও দেখার পর হৃদয় গলে যায় পুলিশের বড় কর্তাদের। বিশেষ করে তাঁর নামটা মনোযোগ কাড়ে সবার। ট্রাফিক পুলিশ ইউনিটের প্রধান এরিকা পুত্রার সুপারিশে ওই তরুণ গাড়ি চালানোর লাইসেন্সই শুধু পাননি, সঙ্গে পেয়েছেন চাকরিও। গত সোমবার তিনি কর্মস্থলে যোগ দেন। তাঁর কাজ হলো গাড়ি চালানোর লাইসেন্স পরীক্ষায় পুলিশ বাহিনীকে সহায়তা করা।
চাকরি পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে পোলিসি সাংবাদিকদের বলেন, ‘আমি কখনো অফিশিয়াল পরিবেশে কাজ করিনি। কিছুটা বিচলিত হয়ে পড়েছি।’
ট্রাফিক পুলিশের প্রধান এরিকা পুত্রা বলেন, ‘আজ (সোমবার) থেকে পোলিসি পুলিশ পরিবারের অংশ হয়ে গেল।’

No comments:

Post a Comment

আপনি জানেন কি? পৃথিবীতে ২৪ ঘন্টাই আজান তথা আল্লাহ্পাক এর নাম উচ্চারিত হচ্ছে। জানতে হলে এই পোস্টটা

এবার প্রাইমারিতে ১০,০০০ শিক্ষক নিয়োগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

      Post Name: Pre Primary Assistant Teacher Total Post: 10,000 Last Date of Application: 30 August 2018