Thursday, November 16, 2017

রোহিঙ্গা নারী শিশুদের ওপর যৌন সহিংসতায় সোচ্চার অ্যাঞ্জেলিনা জোলি
ইত্তেফাক রিপোর্ট১৬ নভেম্বর, ২০১৭ ইং ২০:৫২ মিঃ
রোহিঙ্গা নারী শিশুদের ওপর যৌন সহিংসতায় সোচ্চার অ্যাঞ্জেলিনা জোলি
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন হলিউডের খ্যাতনামা অভিনেত্রী-নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। যৌন সহিংসতার শিকার রোহিঙ্গা নারী ও শিশুদের দেখতে তিনি বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন। 
 
কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে রোহিঙ্গা নারীদের ওপর নির্যাতনের ঘটনায় নিজের মনোভাব তুলে ধরেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক শুভেচ্ছাদূত জোলি।
 
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে ‘সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড অ্যাবিউজ’ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সঙ্গে একটি বৈঠক করেন জোলি। রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নিগ্রহ ও অত্যাচারের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনা জোলি যেন কথা বলেন সেই আহ্বান জানানো হয় ওই বৈঠকে। জবাবে জোলি জানান, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সম্মেলনে দেওয়া মূল বক্তব্যে তিনি এ বিষয়ে সরব হবেন।
 
পরে সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি রাখাইনে সেনাবাহিনীর অভিযান ও সেখানকার সহিংস ঘটনায় প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিশেষ করে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবিক পদক্ষেপ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করে জানান নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে তার বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক।  
 
ইত্তেফাক/সাব্বির

No comments:

Post a Comment

আপনি জানেন কি? পৃথিবীতে ২৪ ঘন্টাই আজান তথা আল্লাহ্পাক এর নাম উচ্চারিত হচ্ছে। জানতে হলে এই পোস্টটা

এবার প্রাইমারিতে ১০,০০০ শিক্ষক নিয়োগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

      Post Name: Pre Primary Assistant Teacher Total Post: 10,000 Last Date of Application: 30 August 2018