https://www.youtube.com/watch?v=L956umowVLg
সৌদি
আরবে সম্প্রতি বোরকা পরা নারীদের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে দেশটির
এক প্রোডাশন কোম্পানি। ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিও
গানটিতে সৌদি নারীদের সমান অধিকার সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। ডিসেম্বরে
অনলাইনে প্রকাশিত হওয়ার পর ইউটিউবে গানটি দেখে ফেলেছেন প্রায় ২৫ লাখ মানুষ।
খবর সিএনএন।
গানটিতে দেখা গেছে, বোরকা পরা একদল নারী পায়ে স্নিকার্স পরে নাচ-গান করছেন, স্কেটিং করছেন, স্কুটার চালাচ্ছেন আবার বাস্কেটবলও খেলছেন। তাদের চোখে কাজল, হাতে চুরি, নেইলপলিশ দেখা যায়।
মধ্যপ্রাচ্যের দেশটিতে নারীদের সঙ্গে কেমন আচরণ করা হয় ভিডিওতে আসলে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেশটিতে নারীদের গাড়ি চালানোর অধিকার নেই। বাড়ির বাইরে যেতে কিংবা বিয়ের কিংবা শপিংয়ে যেতে বা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতেও নারীদের পরিবারের পুরুষদের সাহায্য নিতে হয়। এমনকি পরিবারের পুরুষ সদস্যের অনুমতি ছাড়া তারা বিয়ে করতে পারেন না।
সৌদিতে বোরখা পরা নারীদের নাচের ভিডিও ভাইরাল
গানটিতে দেখা গেছে, বোরকা পরা একদল নারী পায়ে স্নিকার্স পরে নাচ-গান করছেন, স্কেটিং করছেন, স্কুটার চালাচ্ছেন আবার বাস্কেটবলও খেলছেন। তাদের চোখে কাজল, হাতে চুরি, নেইলপলিশ দেখা যায়।
মধ্যপ্রাচ্যের দেশটিতে নারীদের সঙ্গে কেমন আচরণ করা হয় ভিডিওতে আসলে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেশটিতে নারীদের গাড়ি চালানোর অধিকার নেই। বাড়ির বাইরে যেতে কিংবা বিয়ের কিংবা শপিংয়ে যেতে বা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতেও নারীদের পরিবারের পুরুষদের সাহায্য নিতে হয়। এমনকি পরিবারের পুরুষ সদস্যের অনুমতি ছাড়া তারা বিয়ে করতে পারেন না।
No comments:
Post a Comment