Friday, November 17, 2017

https://www.youtube.com/watch?v=L956umowVLg

সৌদিতে বোরখা পরা নারীদের নাচের ভিডিও ভাইরাল

সৌদি আরবে সম্প্রতি বোরকা পরা নারীদের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে দেশটির এক প্রোডাশন কোম্পানি। ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিও গানটিতে সৌদি নারীদের সমান অধিকার সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত হওয়ার পর ইউটিউবে গানটি দেখে ফেলেছেন প্রায় ২৫ লাখ মানুষ। খবর সিএনএন।
গানটিতে দেখা গেছে, বোরকা পরা একদল নারী পায়ে স্নিকার্স পরে নাচ-গান করছেন, স্কেটিং করছেন, স্কুটার চালাচ্ছেন আবার বাস্কেটবলও খেলছেন। তাদের চোখে কাজল, হাতে চুরি, নেইলপলিশ দেখা যায়।
মধ্যপ্রাচ্যের দেশটিতে নারীদের সঙ্গে কেমন আচরণ করা হয় ভিডিওতে আসলে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেশটিতে নারীদের গাড়ি চালানোর অধিকার নেই। বাড়ির বাইরে যেতে কিংবা বিয়ের কিংবা শপিংয়ে যেতে বা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতেও নারীদের পরিবারের পুরুষদের সাহায্য নিতে হয়। এমনকি পরিবারের পুরুষ সদস্যের অনুমতি ছাড়া তারা বিয়ে করতে পারেন না।

No comments:

Post a Comment

আপনি জানেন কি? পৃথিবীতে ২৪ ঘন্টাই আজান তথা আল্লাহ্পাক এর নাম উচ্চারিত হচ্ছে। জানতে হলে এই পোস্টটা

এবার প্রাইমারিতে ১০,০০০ শিক্ষক নিয়োগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

      Post Name: Pre Primary Assistant Teacher Total Post: 10,000 Last Date of Application: 30 August 2018